
সঞ্চয়ী প্রকল্প
শহর থেকে গ্রাম, দেশে বা বিদেশ অবস্থিত যে কোন শ্রেণী পেশার মানুষ এই প্রকল্পে সঞ্চয় প্রদান করতে পারবে। সঞ্চয়ী প্রকল্প ২ প্রকার
ক) মেয়াদী সঞ্চয়ি প্রকল্পঃ
১) মাসিক সঞ্চয় প্রদান মাত্র ১০০০/— ২) প্রকল্প মেয়াদ ৫ বছর বা ৬০ টি সঞ্চয়। ৩) মেয়াদ শেষে প্রাপ্তি ১,০০,০০০/— টাকা। ৪) বিনিয়োগকারী তার বিনিয়োগ হতে ৫০% লোন সুবিধা পাবেন যা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন।
সুবিধা
এছাড়াও গ্রামে বসবাসকারী সঞ্চয়ী বিনিয়োগকারী কে তার জমিতে ফসল উৎপাদনের জন্য (সার, বীজ,চারা,হাল চাষ খরচ, সেচ খরচ, কামলা খরচ) হাঁস—মুরগীর বাচ্চা, সম্বনিত মাছ চাষ প্রকল্পে লোন প্রদান করা হবে।
অসুবিধা
(১) ৩০(ত্রিশ) টি সঞ্চয়ের আগে অথাৎ ১(এক) থেকে ২৯(উনত্রিশ) টি সঞ্চয় প্রদান করে আর সঞ্চয় জমা করতে না চাইলে মুনাফা ছাড়া শুধু মাত্র আসল টাকা প্রাপ্ত হবেন। (২) ৩০(ত্রিশ টি সঞ্চয় প্রদান করে আর সঞ্চয় জমা না করে টাকা উত্তলোন করতে চাইলে রেশিও অনুপাতে মুনাফা প্রদান করা হবে। (৩) কোন সঞ্চয় প্রদান কারী যদি ঋন গ্রহন করে থাকেন সেক্ষেত্রে ঋন পরিশোধ না হওয়া পর্যন্ত সঞ্চয় তুলতে পারবেন না।

৮ মাস ময়াদী সঞ্চয়ি প্রকল্পঃ
১) মাসিক সঞ্চয় প্রদান মাত্র ১০০০/— ২) প্রকল্প মেয়াদ ৮(আট) মাস বা ৬০ টি সঞ্চয়। ৩) মেয়াদ শেষে প্রাপ্তি ১০,৪০০/— টাকা।
সুবিধাঃ
এই স্কীমে শুধু মাত্র গ্রামে বসবাসকারী মহিলা সঞ্চয় বিনিয়োগকারী কে তার বাড়ীর উঠান বা অল্প জমিতে ফসল উৎপাদনের জন্য (সার, বীজ,চারা) হাঁস—মুরগীর বাচ্চা, পুকুরে সম্বনিত মাছ চাষ প্রকল্পে সর্বউচ্চ ২৫,০০০/—(পঁচিশ হাজার) টাকা লোন প্রদান করা হবে।
অসুবিধাঃ
(১) মেয়াদ পূর্তির আগে জমা করতে না চাইলে মুনাফা ছাড়া শুধু মাত্র আসল টাকা প্রাপ্ত হবেন। (২) যে কোন সময় সঞ্চয় প্রদান বন্ধ করলে আগের প্রদানকৃত মোট টাকা মেয়াদ উত্তির্ন সময়ে পাওয়া যাবে। (৩) কোন সঞ্চয় প্রদান কারী যদি ঋন গ্রহন করে থাকেন সেক্ষেত্রে ঋন পরিশোধ না হওয়া পর্যন্ত সঞ্চয় তুলতে পারবেন না।
বিনিয়োগ খাতঃ এই প্রকল্পের টাকা ডিজিটাল এগ্রো বিজনেস সেন্টারে এর মাধ্যমে কৃষি ব্যবসায় বিনিয়োগ করা হবে।
